TET news Today update West Bengal, WB TET 2022, WBBPE Recruitment 2022, WB Primary Recruitment 2022 Update, (প্রাইমারি শিক্ষক নিয়োগ আপডেট ২০২২):

পশ্চিমবঙ্গের প্রাইমারি হবু শিক্ষকদের জন্য বিরাট সুখবর। রাজ্যে অবশেষে প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন প্রাইমারি শিক্ষা পর্ষদের (WBBPE) চেয়ারম্যান মানিক ভট্টাচার্য।

রাজ্যের প্রাইমারি টেট মামলাকারীদের জন্য ফের জোরালো সুখবর। তাঁর মতে খুব শীঘ্রই ২০১৭ সালের প্রাইমারি টেট (Primary Tet) পরীক্ষার্থীদের নিয়োগ সম্পন্ন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। বিস্তারিতই জানতে আপনাকে এই পুরো নিবন্ধটি পরটি অনুরোধ করছি।

WBBPE Primary TET 2022

WB TET 2022 Update (শীঘ্রই প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে!)

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক বাবু বলেন, "পর্ষদ খুব শীঘ্রই গ্রিভান্স লিস্ট বের করে ২০১৪ সালের নিয়োগ সম্পূর্ণ করবে।" ২০১৪ সালের প্রাইমারি টেটের (Primary Tet) মাধ্যমে  ১৬৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ (West Bengal Board Of Primary Education)।

এদিকে নিয়োগের বিজ্ঞপ্তির বিরুদ্ধেই কয়েকবার আদালতে মামলা দায়ের করে ছিল। ২০১৪ সালের টেটের ( Primary Tet 2014) মামলাকারী প্রার্থীদের অভিযোগ, ২০১৪ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল ছিল। এবং সেই কারণে ওই বছর ৬টি প্রশ্ন ভুল থাকা সত্ত্বেও বহু টেট পরীক্ষার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি করলেও অনেকেই সেই প্রশ্ন গুলির সঠিক উত্তর দিয়েও বঞ্চিত হয়েছেন তাঁরা। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের (Calcutta High court) এই প্রসঙ্গে জানিয়েছিল, ওই 6 টি প্রশ্নের যাঁরা উত্তর দিয়েছিলেন তাঁদেরকে পূর্ণ নম্বর দিতে হবে। আদালতের সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদ (WBBPE) নিয়োগ সম্পর্কিত কাজ (WB TET 2022) শুরু করেছে।

এদিকে শ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদের (WBBPE) চেয়ারম্যান মানিক ভট্টাচার্য জানিয়েছেন,  কোর্ট পিটিশনারদের নিয়োগ ইতিমধ্যেই শুরু হয়েছে গেছে। আর এর মধ্যে অনেকেই নিয়োগ পত্র পেয়েও গেছেন। এখনও ১০৫০টি শূন্যপদ হাইকোর্টে মামলাকারীদের জন্য ফাঁকা রয়েছে। প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফে গত 29 মার্চ কলকাতা হাইকোর্টকে এই আসনের সংখ্যা সম্পর্কেও জানানো হয়েছে।wb jobs updates, West Bengal Vacancy, West Bengal Recruitment,