HS Exam Result – এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) এর তরফ থেকে বড় ঘোষণা।
রাজ্য তথা দেশে জুড়ে চলছে উচ্চমাধ্যমিক অথবা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা (HS Exam Result)। আর এই পরীক্ষা চলাকালীন পড়ুয়াদের জন্য দারুন ঘোষণা করলো সরকার। এবছর উচ্চ মাধ্যমিকে যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদের সকলের জন্য মিলবে এই সুবিধা।
You May Like
পড়ুয়াদের উচ্চ শিক্ষার কথা ভেবে এবার নব পথে পাড়ি দিল ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’ অর্থাৎ University Grants Commission (UGC)। এই নতুন পথের সূচনা পড়ুয়াদের জীবনে ও শিক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায় বলা যেতেই পারে (HS Exam Result)।
অতিমারির কারণে বিগত দু বছরে ধরে পড়ুয়া দেড় পড়াশোনায় অনেক ব্যাঘাত ঘটেছে এবং তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ছাত্রছাত্রী। কারণ সবার পক্ষে অনলাইনে পড়া সম্ভব হয়ে ওঠেনি। সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় এবার আগের মতোই ফিরে আসছে শিক্ষা ব্যবস্থাও। HS Exam Result
উচ্চ শিক্ষার কথা ভেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) দুটি কোর্স একসঙ্গে করার অনুমতি দিলেন পড়ুয়াদের। তবে এই সুযোগ টি পেতে গেলে পড়ুয়াদের কিছু শর্ত মানতে হবে। বিগত বছরে এই বিষয় নিয়ে কিছু কথা শোনা গেলেও তা প্রকাশ্যে আনতে চায়নি বিশ্ববিদ্যালয়ের কমিশন। কারণ এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু টা সময় চেয়েছিলেন।
গত ১২ই এপ্রিল সব ধোঁয়াশা কাটিয়ে এবার আনুষ্ঠানিক ভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) এর তরফ থেকে ঘোষণা করলেন এই ব্যাপারে (UGC New Rules)।
একই সঙ্গে দুটি কোর্স অর্থাৎ ডিগ্রি এবং সার্টিফিকেটের কোর্স করতে পারবে পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-র চেয়ারম্যান জগদীশ কুমার মঙ্গলবার এ সংক্রান্ত ঘোষণা করে বলেন, ‘‘দুটি পাঠক্রমের ক্ষেত্রেই সংশ্লিষ্ট পড়ুয়া দু’টি নিয়মিত ক্লাস, একটি নিয়মিত এবং একটি অনলাইন ক্লাস বা দু’টি অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনার সুযোগ পাবেন’’ (UGC New Rules)।
বিশ্ববিদ্যালযয়ের কর্ণধার জানান যে, একই বিষয়ের ওপর দুটি কোর্স করা যাবে না। দুটি বিষয় আলাদা হওয়া বাধ্যতামূলক। আর এই কোর্স গুলি করতে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) অনুমোদিত দুটি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ( UGC New Rules)। সুতরাং এবারের পরীক্ষায় পাশ (HS Exam Result) করলেই এই সুযোগ পাবে পড়ুয়ারা। এই বিষয়ে আপনার কি মত, নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box