রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য ইতিমধ্যেই West Bengal Water Supply Department এ কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল। West Bengal Water Supply Department এর তরফ থেকে টেকনিক্যাল এক্সপার্ট সহ ওয়াটারশেড ডেভেলপমেন্ট টিমে ইঞ্জিনিয়ার, সোশ্যাল ওয়েলফেয়ার ইত্যাদি পদে চাকরির এক সুবর্ণ সুযোগ| এ চাকরিতে আবেদন করার জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। যদি আপনি আগ্রহী হন তাহলে Water Supply Department তে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Lots of vacancies in West Bengal Water Supply Department | Apply online

Water Supply Recruitment 2022 West Bengal

Advertisement No (বিজ্ঞপ্তি নম্বর)
WDC-PMKSY-2.0/2021-22
Starting Date of Apply (আবেদন শুরুর তারিখ)
12 April 2022
Interview Date (ইন্টারভিউ তারিখ)
26 April 2022

Water Supply Recruitment 2022: Job Description

Recruitment Procedure (আবেদনের পদ্ধতি)
Online – ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাদ্ধমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংক থেকে সরাসরি আবেদন করতে পারবেন।
Recruiter Organization (নিয়োগকারী সংস্থা)
Water Supply Department – জল সরবরাহ দপ্তর
Post Name (পদের নাম)
Technical Expert & WDT Member  – টেকনিক্যাল এক্সপার্ট ও ওয়াটারশেড ডেভেলপমেন্ট টিম পদ।
Job Posting (কর্মস্থল)
Bankura – বাঁকুড়া।
SALARY  ( বেতন )
> Technical Expert- 25,000/- টাকা
> WDT Member- 10,000/- টাকা
Vacancy (শূন্যপদ)
সবমিলিয়ে মোট 25 টি শূন্যপদ আছে। সম্পূর্ণ তথ্য জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

Water Supply Recruitment 2022: Required Qualifications

Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
পদ অনুযায়ী ভিন্ন ভিন্ন যোগ্যতার কথা বলা হয়েছে। তবে এই চাকরির জন্য আবেদন করতে হবে নুন্নতম স্নাতক পাশ হতে হবে। আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশটি দেখুন। 
Age Limit (বয়সসীমা)
The posts can be applied up to a maximum age of 65 years. Age should be calculated on the basis of 01/01/2022. – উক্ত পদগুলোতে সর্বোচ্চ 65 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বয়স হিসাব করতে হবে 01/01/2022 তারিখের ভিত্তিতে।
Nationality (জাতীয়তা)
Must be Indian – জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে।
Application Fees (আবেদন মূল্য)
Applicants for this job will not be charged any application fee in the case of candidates – এক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। 

How to Apply for Water Supply Recruitment 2022

ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট https://wcdcbankura.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন| অথবা নিচে দেওয়া সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন
Details Advertisement Link
(বিস্তারিত বিজ্ঞাপন লিঙ্ক)
DOWNLOAD NOW ☑
wb jobs updates, West Bengal Vacancy, West Bengal Recruitment,

Water Supply Recruitment 2022 – Frequently Asked Questions

Q.1 How to apply for Water Supply Recruitment 2022? (কীভাবে আবেদন করবেন?)
Ans: West Bengal Water Supply Department এ Technical Expert & WDT Member পদের জন্য আবেদন করতে, প্রার্থীদের https://wcdcbankura.in/-এ অফিসিয়াল সাইটে যেতে হবে। অন্যথায়, সরাসরি আবেদনের লিঙ্ক পেতে edutalkwithkrishnasir.blogspot.com ওয়েবসাইটটি দেখুন।
Q.2 What is the Water Supply Recruitment 2022 Selection Process? (জল সরবরাহ নিয়োগ 2022 নির্বাচন প্রক্রিয়া কি?)
Ans: আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর, সমস্ত যোগ্য প্রার্থীকে Written Test, Walk-in-Interview, Computer test এর মাধ্যমে নির্বাচন করা হবে।
Q.3 Does EduTalk with Krishna Sir provide Water Supply Department Job Updates? (EduTalk with Krishna Sir কি চাকরির আপডেট প্রদান করে?)
Ans: হ্যাঁ, EduTalk with Krishna Sir Water Supply Department Job এর চাকরির আপডেট প্রদান করে।
Q.4 How can I get government jobs in West Bengal (আমি কিভাবে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে পারি?)
Ans: পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিভিন্ন বোর্ড রয়েছে যা বিভিন্ন যোগ্যতার সাথে প্রার্থীদের নিয়োগ করে থাকে। অর্থাৎ, অষ্টম পাশ, মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, ডিপ্লোমা পাশ, আইটিআই পাশ, ইঞ্জিনিয়ার পাশ, স্নাতক পাশ। তাই যে সকল প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা অষ্টম পাশ তারা পশ্চিমবঙ্গের সরকারি চাকরির জন্য আবেদন করার যোগ্য।