রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আবারও সুখবর। রাজ্যের আরো একটি জেলাতে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল। বাঁকুড়া জেলার ইন্দপুর বিডিও অফিসের তরফ থেকে GRS Panchayat Recruitment 2022 Notification প্রকাশ করা হয়েছে। গ্রাম রোজগার সহায়ক (GRS) পদে চাকরির এক সুবর্ণ সুযোগ| এ চাকরিতে আবেদন করার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ইন্দপুর (Indpur) ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
Gram Rojgar Sahayak Recruitment 2022 West Bengal
Advertisement No (বিজ্ঞপ্তি নম্বর)
530/ MGNREGS/Ind
Starting Date of Apply (আবেদন শুরুর তারিখ)
06 April 2022
Interview Date (ইন্টারভিউ তারিখ)
18 April 2022
Gram Rojgar Sahayak Recruitment 2022: Job Description
Recruitment Procedure (আবেদনের পদ্ধতি)
Offline – ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অফলাইনের মাদ্ধমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংক থেকে সরাসরি আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। ফর্মটি ডাউনলোড করার পর সেটি সঠিকভাবে পূরন করে সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স করে একটি খামের ভিতরে ভরে ইন্দপুর বিডিও অফিসের ঠিকানায় পাঠাতে হবে।
Recruiter Organization (নিয়োগকারী সংস্থা)
Ofiice of the Block Development Ofricer & Programme Ofilcer
Post Name (পদের নাম)
Gram Rojgar Sahayak – গ্রাম রোজগার সহায়ক (GRS) পদ।
Job Posting (কর্মস্থল)
Bankura – বাঁকুড়া।
SALARY ( বেতন )
মাসিক বেতন ১২,০০০ টাকা
Vacancy (শূন্যপদ)
মোট শূন্যপদ রয়েছে ১টি।
GRS Panchayat Recruitment 2022: Required Qualifications
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
আবেদনকারীকে কমপক্ষে 55% নম্বর সহ উচ্চমাধ্যমিক কিংবা ভোকেশনাল পাশ করতে হবে। উচ্চমাধ্যমিকে বিজ্ঞানের ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয় কম্পালসারি হিসেবে থাকতে হবে। সেইসাথে ৬ মাসের কম্পিউটার ট্রেনিং কোর্স করা থাকতে হবে।
Age Limit (বয়সসীমা)
Candidate must be aged between 18 to 35 years as of the date of publication of the official notice – অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং বাইরের চাকরি করার জন্য তার স্বাস্থ্য ভালো থাকতে হবে।
Nationality (জাতীয়তা)
Must be Indian – জাতিতে অবশ্যই ভারতীয় হতে হবে।
Application Fees (আবেদন মূল্য)
Applicants for this job will not be charged any application fee in the case of candidates. – এই চাকরির জন্য আবেদনকারীদের প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি নেওয়া হবে না।
আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবে
(1) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট
(2) উচ্চমাধ্যমিক অথবা ভোকেশনাল পরীক্ষার মার্কশীট
(3) ভোটার কার্ড
(4) ছয় মাসের কম্পিউটার কোর্সের সার্টিফিকেট
(5) আঁধার কার্ড বা রেশন কার্ড
(6) ৫ টাকার পোস্টেজ স্ট্যাম্প সহ দুই কপি খাম
How to Apply for GRS Panchayat Recruitment 2022 (কিভাবে আবেদন করবেন?)
ইচ্ছুক ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট https://bankura.gov.in/bn এর মাধ্যমে আবেদন করতে পারেন| নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে কোনো প্রকার দ্বিধা না করে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সরকারি/বেসরকারি চাকরির আপডেট থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের অফিসিয়াল টুইটার (twitter) একাউন্টটি ফলো করতে পারেন।
Details Advertisement Link
(বিস্তারিত বিজ্ঞাপন লিঙ্ক)
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box