WhatsApp Group JOIN HERE
Telegram Channel (2500+ Members) JOIN HERE
Telegram Group (2000+ Members) JOIN HERE
West Bengal Jobs Updates JOIN HERE
Youtube Channel SUBSCRIBE NOW
SDO অফিসে Group D পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গে সরকারি চাকরি খুঁজছেন?  যেগ্যতাও কম?  এবার আপনার জন্য পশ্চিমবঙ্গের SDO অফিসে সরকারি চাকরি করার বিরাট সুযোগ। শুধু অষ্টম ( 8th Pass) শ্রেণী পাশ যোগ্যতায় রাজ্যের সাব ডিভিশনে Group D পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে উভয় এই পদে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের গ্রুপ ডি পদে প্রচুর বেতনে সরকারি চাকরি হাতছাড়া করবেনা। যে সমস্ত চাকরি প্রার্থীরা এই যোগ্যতার অধিকারী এবং এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই শেষ অবধি পড়বেন। নিচে শূন্য পদ,নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তি আলোচনা করা হল - 


শূন্যপদের নাম : গ্রুপ ডি- Group D 

শিক্ষাগত যোগ্যতা : পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে অষ্টম পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করলে এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে। 

বয়স হতে হবে : আবেদনকারীর বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে এবং রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবে। নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করে নিচে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে যা নিন্মে উল্লেখ করা হল। এছাড়াও আবেদন পত্রের সঙ্গে 42 টাকার স্টাম্প লাগাতে হবে। 
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন :
  1. আবেদন পত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে ( রিসেন্ট 3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে) 
  2. মাধ্যমিক এডমিট ( না থাকলে জন্মের প্রমাণ) 
  3. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস 
  4. আধার / ভোটার কার্ড 
  5. কাস্ট সার্টিফিকেট( যদি থাকে) 
  6. অভিজ্ঞতা (যদি থাকে)
  7. অন্যান্য যদি থাকে 
  8. 42 টাকার পোস্টাল স্ট্যাম্প লাগাতে হবে 
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি সঙ্গে নিজের সই করে আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে। রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে। 

নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 90 নম্বরের মাল্টিপল চয়েস প্রশ্নের পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষা ফলাফল দেখে 1:10 অনুপাতে ইন্টারভিউ এ ডাকা হবে। 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা : Executive Officer & Member Secretary, Gazaldoba Development Authority & Sub Divisional Officer,Mal, Jalpaiguri, 735221। 

আবেদন পত্র জমা করার শেষ তারিখ : আগ্রহী প্রার্থীরা 19-02-2022 পর্যন্ত আবেদন পত্র জমা করতে পারবে বিকেল 4 পর্যন্ত। 
 
আগ্রহী প্রার্থীরা আবেদন করার আগে আরও বিস্তারিত ভাবে অফিসিয়াল নোটিশ থেকে দেখেনিবেন। নিচে অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে।
Recent Posts
 Udemy Paid Courses for Free with Certificate
 মাধ্যমিক পাশেই বিডিও অফিসে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ।
 স্কুলে ৮৭০০ টি শুন্যপদে শিক্ষক নিয়োগ।
 PNB-তে গ্রুপ-D সুইপার পদে নিয়োগ
 মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে Group-D পদে নিয়োগের বিজ্ঞপ্তি
 মাধ্যমিক পাশেই বিএসএফ-এ চাকরি, বেতন ৬৯ হাজার টাকার বেশি
 ১৪ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স
 Online GK Quiz in Bengali | ক্যুইজ পর্ব - ১৬
 ১৫ই জানুয়ারী ২০২২ কারেন্ট আফিয়ার্স
 WhatsApp Group Link 2021-22: Free Job Alerts
Tags: sdo office kharagpur, sdo office, sdo office kolkata, sdo office chinsurah, sdo office full form, sdo office ghatal, sdo office ghatal, sdo office in kolkata, sdo office jalpaiguri, sdo office malda