সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
নমস্কার বন্ধুরা , আজ EDUTALK WITH KRISHNA SIR এর আয়োজিত প্রশ্নোত্তর পর্বে থাকছে সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এর জন্য বেশ উপযোগী।
সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
✬প্রশ্ন: ১.ইংরেজিতে সবচেয়ে কম বর্ণ ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: Q
✬প্রশ্ন: ২.একটি মাছির গড় আর্য়ু কত দিন?
উত্তর: ১৭ দিন।
✬প্রশ্ন:৩.কোন গ্রহের হাজার হাজার বলয় আছে?
উত্তর: শনি
✬প্রশ্ন: ৪.উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কি?
উত্তর: ট্যাকোমিটার।
✬প্রশ্ন: ৫.কোন যন্ত্র দিয়ে বিদ্যুৎ পরিমাপ করা হয়?
উত্তর: অ্যামিটার।
✬প্রশ্ন: ৬.বাতাসের আদ্রতা পরিমাপ যন্ত্র কি?
উত্তর: হাইগ্রোমিটার।
✬প্রশ্ন: ৭.একটি ডিমে কোন ভিটামিন বাদে সব কটি ভিটামিন আছে?
উত্তর: ভিটামিন সি।
✬প্রশ্ন: ৮.বিদ্যুৎ ও Television এর তার ঝুলিয়ে টানা হয় কেন?
উত্তর: শীতকালে তার ঠান্ডায় সংকুচিত হয়।
✬প্রশ্ন: ৯.কোন প্রানীর মাংসে বেশি প্রোটিন থাকে?
উত্তর: মুরগি
✬প্রশ্ন: ১০.কৃষকের বন্ধু বলা হয় কাকে?
উত্তর: কেঁচোকে
✬প্রশ্ন: ১১.দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের?
উত্তর: বেগুনি।
✬প্রশ্ন:১২.কোন গ্রহের আকাশ গোলাপী?
উত্তর: মঙ্গল গ্রহের
✬প্রশ্ন: ১৩.পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কী ?
উত্তর: হীরক।
✬প্রশ্ন:১৪. টুথপেস্টের প্রধান উপাদান কি?
উত্তর: সাবান ও পাউটার।
✬প্রশ্ন: ১৫.নাইট্রিক এসিড একটি অনুতে কয়টি পরমাণু থাকে?
উত্তর: ৫টি।
✬প্রশ্ন: ১৬.কোন ধাতু পানিতে বাসে?
উত্তর: cu
✬প্রশ্ন: ১৭.জিংক সালফেটের সংকেত কি?
উত্তর: Znso4
✬প্রশ্ন: ১৮.কোনটি তড়িৎ বিশ্লেষণ যোগ্য নয়?
উত্তর: চিনি।
✬প্রশ্ন: ১৯.সার হিসেবে কোন পদার্থটি ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয়?
উত্তর: ইউরিয়া।
✬প্রশ্ন: ২০.হ্যালজেন মৌলসমূহের শেষ খোলসে ইলেকট্রনের সংখ্যা কতটি?
উত্তর: ৫টি।
✬প্রশ্ন: ২১.জল কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে ?
উত্তর: 100°C তাপমাত্রায়।
✬প্রশ্ন: ২২.মানুষের অন্ত্রে কোন ভিটামিন তৈরী হয়?
উত্তর: ভিটামিন-কে
✬প্রশ্ন: ২৩.অসস্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি?
উত্তর: ইথিলিন।
✬প্রশ্ন: ২৪.স্তন্যপায়ী জীবের দুধে কোন কার্বোহাইড্রেড পাওয়া যায়?
উত্তর: ল্যাক্টোজ
✬প্রশ্ন: ২৫.কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
উত্তর: কালো ।
✬প্রশ্ন: ২৬.সবচেয়ে হালকা মৌল কি?
উত্তর: হাইড্রোজেন।
✬প্রশ্ন: ২৭.তামা ও টিনের মিশ্রণে কি হয়?
উত্তর: ব্রোঞ্জ।
✬প্রশ্ন: ২৮.মানুষ খাটো হয় কোনটির অভাবে?
উত্তর: খনিজ লবণ
✬প্রশ্ন: ২৯.মানুষের শরীরে কত রকম ভিটামিন আছে?
উত্তর: ১২ রকম।
✬প্রশ্ন: ৩০.দুধে কোন ধরনের এসিড থাকে?
উত্তর: ল্যাকটিক এসিড।
✬প্রশ্ন: ৩১.মানব দেহে স্বাভাবিক উষ্ণতা কত?
উত্তর: 98.4° ফারেনহাইট।
✬প্রশ্ন: ৩২.কিসের লেজ কাটা পড়লে সেটি মারা যায়?
উত্তর: ঘোড়ার
✬প্রশ্ন: ৩৩.কোন গ্রহকে লাল গ্রহ বলে?
উত্তর: মঙ্গল গ্রহকে
✬প্রশ্ন: ৩৪.হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তর: অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা।
✬প্রশ্ন: ৩৫.কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
উত্তর: বায়োগ্যাস।
✬প্রশ্ন: ৩৬.কি কারনে হীরক উজ্জ্বল দেখায়?
উত্তর: আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে।
✬প্রশ্ন: ৩৭.সবচেয়ে মুল্যবান ধাতু কি
উত্তর: প্লাটিনাম।
✬প্রশ্ন: ৩৮.কি কারনে কচু খেলে গলা চুলকায়?
উত্তর: ক্যালসিয়াম অক্সালেট।
✬প্রশ্ন: ৩৯.কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি?
উত্তর: বালি।
✬প্রশ্ন: ৪০.কি কারনে এসিড বৃষ্টি হয়?
উত্তর: বাতাসে সালফার ডাইঅক্সাইডের আধিক্য।
✬প্রশ্ন: ৪১.Galvanization এর কাজে ব্যবহার করা হয় কোন ধাতু?
উত্তর: জিংক।
✬প্রশ্ন:৪২.শান্ত সাগর কোথায় অবস্থিত?
উত্তর: চাঁদে
সম্পূর্ণ প্রশ্নোত্তর পেতে PDF-টি ডাউনলোড করুন -
সম্পূর্ণ PDF-টি ডাউনলোড করুন
Recent পোস্ট
0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box