সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

নমস্কার বন্ধুরা , আজ EDUTALK WITH KRISHNA SIR এর আয়োজিত প্রশ্নোত্তর পর্বে থাকছে সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বিভিন্ন  প্রতিযোগিতামূলক পরীক্ষা এর জন্য বেশ উপযোগী।
সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

✬প্রশ্ন: ১.ইংরেজিতে সবচেয়ে কম বর্ণ ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: Q

✬প্রশ্ন: ২.একটি মাছির গড় আর্য়ু কত দিন?
উত্তর: ১৭ দিন।

✬প্রশ্ন:৩.কোন গ্রহের হাজার হাজার বলয় আছে?
উত্তর: শনি

✬প্রশ্ন: ৪.উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কি?
উত্তর: ট্যাকোমিটার।

✬প্রশ্ন: ৫.কোন যন্ত্র দিয়ে বিদ্যুৎ পরিমাপ করা হয়?
উত্তর: অ্যামিটার।

✬প্রশ্ন: ৬.বাতাসের আদ্রতা পরিমাপ যন্ত্র কি?
উত্তর: হাইগ্রোমিটার।

✬প্রশ্ন: ৭.একটি ডিমে কোন ভিটামিন বাদে সব কটি ভিটামিন আছে?
উত্তর: ভিটামিন সি।

✬প্রশ্ন: ৮.বিদ্যুৎ ও Television এর তার ঝুলিয়ে টানা হয় কেন?
উত্তর: শীতকালে তার ঠান্ডায় সংকুচিত হয়।

✬প্রশ্ন: ৯.কোন প্রানীর মাংসে বেশি প্রোটিন থাকে?
উত্তর: মুরগি 

✬প্রশ্ন: ১০.কৃষকের বন্ধু বলা হয় কাকে?
উত্তর: কেঁচোকে

✬প্রশ্ন: ১১.দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের?
উত্তর: বেগুনি।

✬প্রশ্ন:১২.কোন গ্রহের আকাশ গোলাপী?
উত্তর: মঙ্গল গ্রহের

✬প্রশ্ন: ১৩.পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কী ?
উত্তর: হীরক।

✬প্রশ্ন:১৪. টুথপেস্টের প্রধান উপাদান কি?
উত্তর: সাবান ও পাউটার।

✬প্রশ্ন: ১৫.নাইট্রিক এসিড একটি অনুতে কয়টি পরমাণু থাকে?
উত্তর: ৫টি।

✬প্রশ্ন: ১৬.কোন ধাতু পানিতে বাসে?
উত্তর: cu

✬প্রশ্ন: ১৭.জিংক সালফেটের সংকেত কি?
উত্তর: Znso4

✬প্রশ্ন: ১৮.কোনটি তড়িৎ বিশ্লেষণ যোগ্য নয়?
উত্তর: চিনি।

✬প্রশ্ন: ১৯.সার হিসেবে কোন পদার্থটি ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয়?
উত্তর: ইউরিয়া।

✬প্রশ্ন: ২০.হ্যালজেন মৌলসমূহের শেষ খোলসে ইলেকট্রনের সংখ্যা কতটি?
উত্তর: ৫টি।

✬প্রশ্ন: ২১.জল কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে ?
উত্তর: 100°C তাপমাত্রায়।

✬প্রশ্ন: ২২.মানুষের অন্ত্রে কোন ভিটামিন তৈরী হয়?
উত্তর: ভিটামিন-কে

✬প্রশ্ন: ২৩.অসস্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি?
উত্তর: ইথিলিন।

✬প্রশ্ন: ২৪.স্তন্যপায়ী জীবের দুধে কোন কার্বোহাইড্রেড পাওয়া যায়?
উত্তর: ল্যাক্টোজ

✬প্রশ্ন: ২৫.কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
উত্তর: কালো ।

✬প্রশ্ন: ২৬.সবচেয়ে হালকা মৌল কি?
উত্তর: হাইড্রোজেন।

✬প্রশ্ন: ২৭.তামা ও টিনের মিশ্রণে কি হয়?
উত্তর: ব্রোঞ্জ।

✬প্রশ্ন: ২৮.মানুষ খাটো হয় কোনটির অভাবে?
উত্তর: খনিজ লবণ

✬প্রশ্ন: ২৯.মানুষের শরীরে কত রকম ভিটামিন আছে?
উত্তর: ১২ রকম।

✬প্রশ্ন: ৩০.দুধে কোন ধরনের এসিড থাকে?
উত্তর: ল্যাকটিক এসিড।

✬প্রশ্ন: ৩১.মানব দেহে স্বাভাবিক উষ্ণতা কত?
উত্তর: 98.4° ফারেনহাইট।

✬প্রশ্ন: ৩২.কিসের লেজ কাটা পড়লে সেটি মারা যায়?
উত্তর: ঘোড়ার

✬প্রশ্ন: ৩৩.কোন গ্রহকে লাল গ্রহ বলে?
উত্তর: মঙ্গল গ্রহকে

✬প্রশ্ন: ৩৪.হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তর: অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা।

✬প্রশ্ন: ৩৫.কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
উত্তর: বায়োগ্যাস।

✬প্রশ্ন: ৩৬.কি কারনে হীরক উজ্জ্বল দেখায়?
উত্তর: আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে।

✬প্রশ্ন: ৩৭.সবচেয়ে মুল্যবান ধাতু কি
উত্তর: প্লাটিনাম।

✬প্রশ্ন: ৩৮.কি কারনে কচু খেলে গলা চুলকায়?
উত্তর: ক্যালসিয়াম অক্সালেট।

✬প্রশ্ন: ৩৯.কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি?
উত্তর: বালি।

✬প্রশ্ন: ৪০.কি কারনে এসিড বৃষ্টি হয়?
উত্তর: বাতাসে সালফার ডাইঅক্সাইডের আধিক্য।

✬প্রশ্ন: ৪১.Galvanization এর কাজে ব্যবহার করা হয় কোন ধাতু?
উত্তর: জিংক।

✬প্রশ্ন:৪২.শান্ত সাগর কোথায় অবস্থিত?
উত্তর: চাঁদে
সম্পূর্ণ প্রশ্নোত্তর পেতে PDF-টি ডাউনলোড করুন -

সম্পূর্ণ PDF-টি ডাউনলোড করুন

Related Keyword:
পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২০
কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন
পদার্থ বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর
বাংলা ছোট প্রশ্ন ও উত্তর
বাংলা কুইজ প্রশ্ন ও উত্তর
ইতিহাস কুইজ প্রশ্ন ও উত্তর
ভারতের কিছু প্রশ্ন উত্তর
রসায়ন বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর
science questions with answers
general science questions with answers
interesting science questions and answers
most important science questions class 10
general science questions and answers pdf
most important science questions in hindi
basic science questions and answers
500 science general knowledge question answer
Recent পোস্ট