'EDUTALK WITH KRISHNA SIR' প্রশ্ন-উত্তর পর্বে আপনাদের স্বাগতম। এই প্রশ্ন গুলি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন-রাজ্য সরকারের W. B. C. S. , PSC Miscellaneous, PSC Clerkship, পঞ্চায়েতের সেক্রেটারি, হাইকোর্টের বিভিন্ন বিভাগে, জেলাতে ক্লার্ক তাছাড়াও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন- UPSC, ব্যাংকের ক্লার্ক ও পি.ও, রেলওয়ে বিভিন্ন বিভাগ, SSC-এর বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপরিহার্য।
1. কনিস্ক-এর শাসনকাল-
উত্তরঃ 78 -101 খ্রিস্টাব্দ।
2.ফা-হিয়েন এর ভারত আগমন-
উত্তরঃ 401 - 405 খ্রিস্টাব্দ।
3. শশাঙ্কের মৃত্যু ও ম্যাৎসানায় শুরু -
উত্তরঃ 637 খ্রিস্টাব্দে।
4. হর্ষবর্ধনের রাজত্বকাল -
উত্তরঃ 606-647 খ্রিস্টাব্দ।
5. তরাইনের প্রথম যুদ্ধ-
উত্তরঃ 1191 খ্রিস্টাব্দ।
6. তরাইনের দ্বিতীয় যুদ্ধ -
উত্তরঃ 1192 খ্রিস্টাব্দ।
7. কুতুবউদ্দিন আইবকের দিল্লির সিংহাসনে আরোহন -
উত্তরঃ 1206 খ্রিস্টাব্দ।
8. কুতুবউদ্দিন আইবকের মৃত্যু-
উত্তরঃ 1210 খ্রিস্টাব্দ।
9. আলাউদ্দিন খলজির সিংহাসনে আরোহন-
উত্তরঃ 1296 খ্রিস্টাব্দ।
10. আলাউদ্দিন খলজির মৃত্যু -
উত্তরঃ 1316 খ্রিস্টাব্দ।
11. মহম্মদ বিন-তুঘলকের সিংহাসনে আরোহন -
উত্তরঃ 1325 খ্রিস্টাব্দ।
12. মহম্মদ বিন-তুঘলক রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন-
উত্তরঃ 1327 খ্রিস্টাব্দ।
13. গুরু নানকের জন্ম -
উত্তরঃ 1469 খ্রিস্টাব্দ।
14. ভাস্কো-দা-গামার প্রথম ভারত আক্রমণ -
উত্তরঃ 1497-98 খ্রিস্টাব্দ।
15. পানিপথের প্রথম যুদ্ধ বাবরের সাথে ইব্রাহিম লোদীর এবং মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা -
উত্তরঃ 1526 খ্রিস্টাব্দ।
16. হলদিঘাটের যুদ্ধ -- রানা প্রতাপ, আকবরের কাছে পরাজিত হন -
উত্তরঃ হলদিঘাটের যুদ্ধ -- রানা প্রতাপ, আকবরের কাছে পরাজিত হন
17. বাবরের মৃত্যু ও হুমায়ূনের সিংহাসন আরোহন-
উত্তরঃ 1530 খ্রিস্টাব্দ।
18. শেরশাহ সুরি হুমায়ূনকে পরাজিত করেন ও ভারতের সম্রাট হন-
উত্তরঃ 1539 খ্রিস্টাব্দ।
19. হুমায়ুন আবার দিল্লির সিংহাসন লাভ করেন-
উত্তরঃ 1555 খ্রিস্টাব্দ।
20. পানিপথের দ্বিতীয় যুদ্ধ-
উত্তরঃ 1556 খ্রিস্টাব্দ।


0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box