'EDUTALK WITH KRISHNA SIR' প্রশ্ন-উত্তর পর্বে আপনাদের স্বাগতম। এই প্রশ্ন গুলি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন-রাজ্য সরকারের W. B. C. S. , PSC Miscellaneous, PSC Clerkship, পঞ্চায়েতের সেক্রেটারি, হাইকোর্টের বিভিন্ন বিভাগে, জেলাতে ক্লার্ক তাছাড়াও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন- UPSC, ব্যাংকের ক্লার্ক ও পি.ও, রেলওয়ে বিভিন্ন বিভাগ, SSC-এর বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অপরিহার্য।
1. ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয়-
উত্তরঃ 2002 সালে।
2.জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয়-
উত্তরঃ 1972 সালে।
3. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত -
উত্তরঃ অসমে।
4. সম্পূর্ণরূপে বিলুপ্ত প্রাণী -
উত্তরঃ এশিয়াটিক চিতা।
5. বর্তমানে ভারতে মোট অভয়ারণ্যের সংখ্যা -
উত্তরঃ 537 + টি।
6. ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা -
উত্তরঃ 18 টি ।
7. ভারতে বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা মোট -
উত্তরঃ 81 টি।
8. পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ -
উত্তরঃ ব্রাজিল।
9. ভারতে প্রাপ্ত মোট পাখি প্রজাতির সংখ্যা -
উত্তরঃ 1228 টি।
10. বর্তমানে ভারতে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা -
উত্তরঃ 48 + টি।
11. জীববৈচিত্র্যের বিচারে পৃথিবীতে ভারতের স্থান -
উত্তরঃ দ্বাদশ ।
12. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত -
উত্তরঃ সুন্দরবনে ।
13. ভারতে সপুষ্পক উদ্ভিদ প্রজাতি পাওয়া যায় -
উত্তরঃ প্রায় 15 হাজার ।
14. ভারতে বিপন্ন স্তন্যপায়ী প্রাণী - প্রজাতির সংখ্যা -
উত্তরঃ 39 + টি ।
15. কানহা জাতীয় উদ্যান অবস্থিত -
উত্তরঃ মধ্যপ্রদেশে ।
16. রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় -
উত্তরঃ 1971 সালে।
17. রিও ডি জেনিরোতে বসুন্ধরা সম্মেলন হয় -
উত্তরঃ 1992 সালে।
18. UNESCO মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি গ্রহণ করে -
উত্তরঃ 1971 সালে ।
19. মেগাবায়োডাইভারসিটি পরিভাষাটি ব্যবহৃত হয় -
উত্তরঃ স্মিথসোনিয়ার সম্মেলন।
20. ' জীবসম্পর্কিত বৈচিত্র্য ' পরিভাষাটি প্রথম ব্যবহার করেন -
উত্তরঃ টমাস ই লাভজয়।


0 মন্তব্যসমূহ
Please do not enter any spam link in the comment box